বাংলাদেশি মেয়ে সাবিনাকে নিয়ে এবার ছক কষছে মালদ্বীপ

সাফ চ্যাম্পিয়নশিপের আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয় পেয়েছিলো বাংলাদেশ নারী ফুটবল দল। আফগানরা লাল-সবুজদের কাছে হারে ৬-০ গোল ব্যবধানে। বাংলাদেশের হয়ে এ ম্যাচে একাই পাঁচটি গোল করেছিলেন সাবিনা খাতুন।

দিক মালদ্বীপ শিবিরে রয়েছে পাঁচ গোল করা তারকা ফাধাওয়া জাহির। কিন্তু মালদ্বীপ কোচ নাওকো কাওয়ামোতো বিশেষ ছক কষছেন গ্রুপ পর্বে পাঁচ গোল করা বাংলাদেশের ফরোয়ার্ড সাবিনা খাতুনকে নিয়ে!

আগামী সোমবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। গত আসরে গ্রুপ পর্বে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবিনা। মালদ্বীপ কোচ সাবিনার গোল করার দক্ষতা সম্পর্কে আগে থেকেই জানেন। মালদ্বীপের একটি ফুটসাল টুর্নামেন্টে ২৬ গোল করেছিলেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

মালদ্বীপ কোচ জানিয়েছেন, আমাদের চেয়ে দলীয় শক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের বেশি। ওদের অধিনায়ক সাবিনা (খাতুন) আমার খুব ঘনিষ্ঠ। প্রায়ই সামাজিক যোগাযোগের মাধ্যমে ওর সঙ্গে আমার ফুটবল নিয়ে আলোচনা হয়। সাবিনার স্কোরিং ক্ষমতা খুব ভালো। চলতি আসরে যারা ভালো স্ট্রাইকার, তাদের মধ্যে সে অন্যতম।



মন্তব্য চালু নেই