বাংলাদেশি যেসব চ্যানেলে দেখবেন বিশ্বকাপের ম্যাচ গুলো

আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে বিশ্বসেরাদের আসর টি২০ বিশ্বকাপের বাচাই পর্ব। ৮ মার্চ থেকে শুরু হয়ে ১৩ মার্চ পর্যন্ত চলবে প্রাথমিক বাচাই পর্ব। এর পর ১৫ তারিখ থেকে শুরু হবে মূল পর্ব অর্থাৎ কোয়ালিফায়ার ম্যাচ।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভি।

এদিকে খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি চ্যানেলটি প্রচার করবে ক্রিকেট নিয়ে একাধিক অনুষ্ঠান। প্রতিদিনের ম্যাচের শুরুতে এবং মধ্য বিরতিতে জিটিভি সরাসরি সম্প্রচার করবে ‘ক্রিকেট এক্সট্রা’ আর ম্যাচ শেষে সরাসরি সম্প্রচারিত হবে ‘ক্রিকেট ম্যানিয়া’ অনুষ্ঠান এবং রাত ১২টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রতিদিনের ম্যচের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে ‘ক্রিকেট হাইলাইটস’ অনুষ্ঠান। এই অনুষ্ঠান গুলো উপস্থাপনা করবেন সামিয়া আফরিন, মারিয়া নুর এবং শ্রাবন্য তৌহিদা।

প্রসঙ্গত, এদিকে বিশ্বকাপ উপলক্ষ্যে সোমবার সকাল দশটা পাঁচ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল।



মন্তব্য চালু নেই