বাংলাদেশের টার্গেট ২৮৬

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সফরকারী ইংল্যান্ড ২৪০ রানে গুটিয়ে গেছে। ফলে দুই ইনিংস মিলে স্বাগতিক বাংলাদেশের সামনে তারা জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য নির্ধারণ করেছে।

৮ উইকেটে ২২৮ রান থেকে রোববার চতুর্থ দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রিস ওকস এবং স্টুয়ার্ট ব্রড।

মাত্র ১২ রান যোগ করেই তারা গুটিয়ে যায়। দলীয় ২৩৩ রানে রানআউট হন ব্রড। আর গ্যারথ ব্যাটিকে তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে ফেললে ইংলিশরা ২৪০ রানে গুটিয়ে যায়।

অবশ্য তাইজুলের এই উইকেটটিও এসেছে রিভিউ নিয়ে। সবমিলে টাইগার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সাকিব ৫টি, তাইজুল ২টি এবং মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট তুলে নেন।

চট্টগ্রাম টেস্টে টস জিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান। জবাবে ভালো শুরু করেও স্বাগতিক বাংলাদেশ ২৪৮ রানে গুটিয়ে যায়।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে আগে দুই শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড বাংলাদেশের নেই। হাতে পুরো দু’দিন সময় রয়েছে। এখন দেখার, দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান তাড়া করে মুশফিকরা সেই রেকর্ড নিজেদের করে নিতে পারেন কি না।



মন্তব্য চালু নেই