হঠাৎ ছন্দপতন বাংলাদেশের

সব শঙ্কা উবে গিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে শুরুতে ব্যাট করছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২.৫ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান। ব্যাট করছেন মুশফিকুর রহিম (১৬) ও সাকিব আল হাসান।

আউট হয়ে ফিরে গেছেন ইমরুল কায়েস (৪৬), তামিম ইকবাল (৪৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৬) ও সাব্বির রহমান (৪৯)।

বেন স্টোকসের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার ইমরুল কায়েস।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে টিম বাংলাদেশ।

তবে সফরকারী শিবিরে দুটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে জেসন রয় একাদশের বাইরে। এছাড়া পেসার উইলিকে বাদ দেওয়া হয়েছে। একাদশে ঢুকেছেন লিয়াম প্ল্যাঙ্কেট ও স্যাম বিলিংস।

বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

ইংল্যান্ড দল

জস বাটলার, স্যাম বিলিংস, জেমস ভিঞ্চ, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্ট্রোকস, মঈন আলী, ক্রিস ওয়াকস, আদীল রশিদ, লিয়াম প্ল্যাঙ্কেট, জেক বল



মন্তব্য চালু নেই