বাংলাদেশের পর নিউজিল্যান্ডের কাছেও সিরিজ হারের শঙ্কায় দ.আফ্রিকা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে ২০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে প্রোটিয়াদের হারায় নিউজিল্যান্ড। আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় বিকেল ৪.৩০টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ক্রিকেট।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতে নেয় ৭ উইকেটের ব্যবধানে। তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ জয় পায় ৯ উইকেটে। পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজও জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ।

এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে হার মানে। আজ কিউইদের বিপক্ষে হার মানলেই টানা দ্বিতীয় সিরিজ হারের তিক্ত স্বাদ পাবে প্রোটিয়ারা। যা পাঁচ বছরের মধ্যে প্রথম।

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার ভক্ত সমর্থকরা কড়া সমালোচনা করতে শুরু করেছে। কারণ, ঘরের মাঠে তারা হার দেখতে চায় না। কিন্তু প্রোটিয়ারা টানা জয়ও উপহার দিতে পারছে না সমর্থকদের। তাই আজকের ম্যাচটি তাদের জন্য কঠিন পরীক্ষা হয়ে দেখা দিয়েছে।



মন্তব্য চালু নেই