বাংলাদেশের প্রশংসায় দ. আফ্রিকার কোচ, অধিনায়ক

দক্ষিণ আফ্রিকা থেকে দেশ ছাড়ার আগে বাংলাদেশকে ভয়ঙ্কর বলেছিলেন দলটির কোচ রাসেল ডোমিঙ্গো। ঢাকা পৌঁছে একই সুরে কথা বললেন তিনি।

মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল। বুধবার দুপুর ২টায় ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়েন ক্রিকেটাররা।

অনুশীলন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাসেল ডোমিঙ্গো বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ বেশ ভালো করেছে। ওয়ানডেতে সিরিজ জয় করা এতটা সহজ না। তারা ভালো খেলেই জিতেছে।’

বাংলাদেশকে নিয়ে বেশ প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলের অধিনায়ক ফাফ ডু প্লিসিস। এক প্রশ্নের জবাবে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘বাংলাদেশ অবিশ্বাস্য রকমের ভালো ক্রিকেট খেলছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটা দারুণ ব্যাপার। তাদেরকে আর কোনোভাবেই ছোট দল বলা যায় না। তারা বড় দলকে হারানো শুরু করেছে। তারা ভারতকে হারিয়েছে। নিজেদের সামর্থ্য দেখানোর জন্য ছোট দলের জন্য এটা দারুণ সুযোগ। বাংলাদেশের সক্ষমতাকে আমরা শ্রদ্ধা করি। তারা সত্যিই খুব ভালো ক্রিকেট খেলছে।’

বিশ্বকাপের পর বাংলাদেশের সিরিজ দিয়েই মাঠে ফিরছে দক্ষিণ আফ্রিকা। ২০১৫ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় দক্ষিণ আফ্রিকাকে। হারের সেই ক্ষত ভুলে আবারো মাঠে নিজেদের চিরচেনা রূপে ফিরতে মরিয়া প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার কোচ জানালেন, এই দলটির শক্তি ও সামর্থ্যের কোনো কমতি নেই। কোচের ভাষ্য, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা মাঠে নামছি। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে খেলোয়াড়রা দারুণ কিছু করতে চায়। দলে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে। ক্রিস মরিস দলে ফিরেছে। সবার মধ্যে খেলার জন্য তীব্র ইচ্ছা কাজ করছে। দেশের জন্য খেলতে সবাই প্রস্তুত।’



মন্তব্য চালু নেই