বাংলাদেশের প্রশংসায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

নারীর ক্ষমতায়নে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বিশ্ববাসীকে বাংলাদেশের কাছে নারীর ক্ষমতায়নের ব্যাপারে শিক্ষা নেয়ারও পরামর্শ দিয়েছেন।

পেরুতে বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জিম ইয়ং কিম এই প্রশংসা করেন।

বিশ্বব্যাংক চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা এবং নারীর জন্য ঋণপ্রাপ্তি সহজ করে বাংলাদেশের অর্থনীতিক উন্নয়ন অনুসরণীয়। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ধারা অব্যাহত রেখেই প্রায় ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব।

পেরুর রাজধানী লিমায় উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট ওলান্টা হুমালা ১৮৮টি সদস্য দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং অন্য অতিথিদের স্বাগত জানান। সম্মেলনে বাংলাদেশ থেকে আসা ১২ সদস্যদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানের পর জলবায়ু তহবিল সম্পর্কিত অর্থমন্ত্রীদের বৈঠকে ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।



মন্তব্য চালু নেই