বাংলাদেশের প্রশংসায় মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের এই প্রস্তুতি এখন বিশ্বের সেরা বলে পরিচিত। বৃহস্পতিবার বিপর্যয়ের ঝুঁকি কমানোর লক্ষ্যে এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি। ভারতের সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মোদি বলেন, বাংলাদেশের এই পরিকল্পনার ফলে ঘূর্ণিঝড়ে জীবনহানির সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশের এই মডেল সারা পৃথিবীতে সেরা প্রস্তুতি বলে পরিচিতি পেয়েছে।

তিনি বলেন, বিপর্যয়ের আগাম বার্তা দেওয়ার একটা ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ। এর মাধ্যমে তারা দুর্যোগ মোকাবেলার একটা যোগ্য মডেল স্থাপন করেছে। এর ফলে বাংলাদেশ বিপর্যয়ের আগেই প্রস্তুতি নিতে পারছে। এতে প্রাণহানির সংখ্যা কমে গেছে। সেইসঙ্গে দুর্যোগ পরবর্তী ত্রাণেরও ব্যবস্থা করা হচ্ছে সুন্দরভাবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, তিন দিনের এই সম্মেলনে বিশ্বের ৬০টি দেশ থেকে মন্ত্রী, কর্মকর্তা ও পরিবেশরক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা যোগ দিয়েছেন। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।



মন্তব্য চালু নেই