বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই

বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘মানুষের দৃষ্টিকে ভিন্নদিকে ফেরানোর জন্যই আইএসের কথা বলা হচ্ছে। বিদেশিদের প্রকৃত খুনিদের আড়াল করতে কেউ কেউ এটাকে আইএসের কর্মকা- বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এসব কথা বলে পৃথিবীর কাছে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তিকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে।’

শনিবার দুপুরে ফরিদপুরের বদরপুরে নিজ বাড়ি আফসানা মঞ্জিলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশিদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। সরকার এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে বদ্ধ পরিকর।

বিএনপিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। মুখে এক, আর অন্তরে আরেক রেখে জঙ্গিবাদ দমন হবে না। বিএনপি যদি মনে প্রাণে বলে আসলেই জঙ্গিবাদ আমরা করবো না, তাহলে জাতি উপকৃত হবে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন জমাতে ব্যর্থ হয়ে এখন তারা (বিএনপি) দেশে জঙ্গিবাদকে উস্কে দিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করা চেষ্টা করছে। বাঙ্গালি জাতি এটা কোনোভাবেই মেনে নেবে না।’

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের রিজার্ভ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে। তিনি বলেন, পার ক্যাপিটাল আয়ের দিক থেকে বাংলাদেশ এখন অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে গেছে। পাকিস্তানের চেয়েও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেশি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম ও জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ।



মন্তব্য চালু নেই