বাংলাদেশে ব্রিটিশদের সতর্ক থাকার পরামর্শ

বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের চলাচলের ওপর সতর্কতা দিয়েছে ঢাকায় ব্রিটিশ দূতাবাস।

সোমবার দ্য ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সব এলাকায় অবাধে ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করা হলো। তবে শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জরুরি প্রয়োজনে ভ্রমণ করা যাবে কারণ এটি চট্টগ্রাম শহরের অন্তর্ভূক্ত নয়।

ব্রিটেন মনে করছে, সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশে পশ্চিমা বিশ্বের স্বার্থের ওপর আক্রমণের পরিকল্পনা করছে। তাদের দাবি, একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এ বছর সেপ্টেম্বরের শেষ নাগাদ এই আক্রমণের ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব নাগরিককে নিরাপত্তার স্বার্থে যেসব জায়গায় পশ্চিমাদের জমায়েত বেশি সেসব স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। পেশাগত কাজে চলাচলের ক্ষেত্রে তাদের বিশেষভাবে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে কূটনীতিক পাড়ায় সিজার তাভেল্লা (৫০) নামে ইতালি বংশোদ্ভূত এক বিদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।



মন্তব্য চালু নেই