বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই : ইইউ

সিরিজ ব্লগার হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মাইয়েদুন বলেছেন, ‘একের পর এক মুক্তমনা লেখক-ব্লগার হত্যার ঘটনায় বোঝা যায়, এ দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই। একের পর এক বাকস্বাধীনতার ওপর হামলা হচ্ছে।’

শনিবার দুপুরে বিজিএমইএ ভবনের কনফারেন্স রুমে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য সাজ্জাদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিজিএমইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ব্লগার নিলাদ্রি চট্টপাধ্যায় নিলয় হত্যায় শোক প্রকাশ করে পিয়েরে মাইয়েদুন আরো বলেন, ‘গত ছয় মাসে বাংলাদেশে চার ব্লগারকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উদ্দেশ্য কী, এটা স্পষ্ট। এ ধরনের হত্যাকাণ্ড ইউরোপিয়ান ইউনিয়ন দেখতে চায় না। এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে আরো কঠোর হতে হবে।সরকারের দায়িত্ব হত্যাকারীদের শাস্তি দেওয়া।’



মন্তব্য চালু নেই