বাংলাদেশে মেয়েদের যে ১০ টি বিষয়ে সতর্ক থাকতেই হবে

শেয়ার করে ছড়িয়ে দিন। নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন।

১ রাতের বেলা বাসায় ফেরার সময় কোন মাইক্রো বাস লিফট দিতে চাইলে উঠবেন না।

২ রাতের বেলা ফাকা বাসে উঠবেন না।

৩ বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না এবং অন্যের দেয়া খাবার খাবেন না।

৪ খালি বাসায় টিউশনি করাবেন না।

৫ কোচিং সেন্টারে বান্ধবিদের সাথে যাবেন। একা একা অতিরিক্ত সময় আগে চলে যাবেন না এবং ক্লাস হবে কিনা আগেই নিশ্চিত হয়ে নিবেন। কারন ফাকা নির্জন ক্লাস রুমে অনেক মেয়েই শিক্ষকের আক্রমন এর স্বীকার হয়।

৬ পরিচিত কারো দ্বারা যৌন হয়রানির আঁচ পেলে পরিবারের সদস্যদের অবহিত করবেন ।

৭ ফেসবুক/মোবাইলে অপরিচিত কারো সাথে দেখা করতে চাইলে ভুলেও দেখা করবেন না। (যদি কোনো রকম সন্দেহ হয়)

৮ সন্ধ্যার পর পর্যন্ত নির্জন লেক পার্ক গুলোতে অবস্থান করবেন না। অন্ধকার নামার আগেই সেসব স্থান ত্যাগ করবেন।

৯ নির্জন পার্ক জঙ্গল বন বা পিকনিক প্লেসের গভীর এলাকায় যাবেন না।

১০ কিছু করার আগে, কোথাও যাবার আগে নিজের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে নিবেন। বা নিরাপত্তার কথা ভাববেন। কারন আপনার সাথে জড়িয়ে আছে, আপনার পরিবারের, বাবা, মা, ভাই, বোনের সম্মান এবং ভালবাসা ।

পোষ্টটি আপনার আইডি, বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ রইল । শেয়ার করে ছড়িয়ে দিন। নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন।



মন্তব্য চালু নেই