বাংলাদেশে হিন্দুদের ‘অভিযোগের ফিরিস্তি’ শুনে যা বললেন বিজেপি নেতা

বাংলাদেশ সফররত ভারতীয় জনতা পার্টি বিজেপির ১০ সদস্যের প্রতিনিধি দলের কাছে ‘অভিযোগের ফিরিস্তি’ তুলে ধরেছেন এখানকার নির্যাতিত হিন্দুরা। এসময় সফরকারী দলের কাছে স্থানীয় অসহায় সংখ্যালঘুরা ‘বিভিন্ন সময় ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক প্রভাবশালীদের নির্যাতনে’র চিত্র তুলে ধরেন।

এর প্রেক্ষিতে বিজেপির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, বাংলাদেশে হিন্দুদের মনোবলে যে ‘চিড়’ ধরেছে সেটিকে ফিরিয়ে আনতে হবে।

বর্তমানে বাংলাদেশ সফররত বিজেপির একটি প্রতিনিধি দলের সদস্য অরুন হালদার বলেছেন, ‘বাংলাদেশের বহু হিন্দু তাদের বলেছে যে দেশটিতে তারা নিরাপদ বোধ করছে না। দেশে ফিরে বাংলাদেশের হিন্দুদের এই মনোভাব তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরবেন।’

বাংলাদেশের মাদারীপুর জেলায় একটি সংগঠনের আমন্ত্রণে ‘আন্তর্জাতিক সনাতন ধর্ম সম্মেলনে’ যোগ দিতে এই দলটি কয়েকদিন আগে বাংলাদেশে আসে।

যে তিনজন রাজনীতিবিদ এই দলে রয়েছেন তাদের একজন হচ্ছেন বিজেপির’র ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুণ হালদার।

বাকি দুইজনের একজন হচ্ছেন বিজেপির সমমনা রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সভাপতি রামদাস আতোয়াল এবং অন্যজন পশ্চিমবঙ্গ বিজেপি’র নেতা সুরেশ পুজারী।

বাংলাদেশের সরকারি সূত্রগুলো বলছে, ‘ভারতীয় এই দলটির সফর সরকারী পর্যায়ের কোনো সফর নয়। কিন্তু তারপরেও তারা যে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে সে বিষয়ে সরকার অবহিত। দলটি মাদারীপুর ছাড়াও ঝালকাঠি, পটুয়াখালি এবং চট্টগ্রাম সফর করেছে।

মঙ্গলবার ঢাকায় হালদার বলেন, ‘(মাদারীপুরের) সম্মেলন থেকে আওয়াজ উঠেছে যে হয় আমাদের সুরক্ষার-নিরাপত্তার ব্যবস্থা করা হোক, না হলে আমরা এখান থেকে দলে-দলে সব পশ্চিমবঙ্গে চলে যাব।’

হালদার বলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর ‘আক্রমন এবং নির্যাতনের’ বিষয় নিয়ে ভারত সরকার চিন্তিত। তবে এ নিয়ে সরকারকে দায়ি করেননি তিনি। বিজেপির এই নেতা বরঞ্চ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উপর তাদের সম্পূর্ণ আস্থা আছে।’

‘আওয়ামী লীগ সরকার সবসময় হিন্দুদের স্বার্থ সুরক্ষা করে থাকে। এটা সারা জায়গায় তথা আমাদের ভারতবর্ষেও এ খবর প্রচলিত আছে।’ তাহলে হিন্দুদের ‘অনিরাপদ’ বোধ করার যে অভিযোগ, সেজন্য কে দায়ী?

এই প্রশ্নে অরুন হালদার বলেন, ‘যারা জঙ্গিদের মদদ দেয় তারা হিন্দুদের উপর আক্রমন চালিয়ে আওয়ামী লীগ সরকারকে ‘বদনাম কারার’ চেষ্টা করছে। ঢাকার ভারতীয় দূতাবাদ থেকে তাদের এই তথ্য দেওয়া হয়েছে।’

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে বিজেপির নেতার বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ।’

তিনি বলেন, ‘দলীয়ভাবে আমরা ধর্মনিরপেক্ষ যেমন, কিংবা সরকারের দিকে যদি তাকান দেখবেন সেখানে সংখ্যালঘুদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। চাকুরী বলুন কিংবা অন্যান্য জায়গাতেই বলুন, সব জায়গাতেই।’ -বিবিসি



মন্তব্য চালু নেই