বাংলাদেশ-আসাম সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করবে ভারত

আগামী দেড় বছরের মধ্যে আসাম রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেবে ভারত।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামে গিয়ে এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি।

তিনি বলেন, আগামী দেড় বছরের মধ্যে ওই রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘সম্পূর্ণ সিল’ করে দেয়া হবে।

অবশ্য রাজনাথ বলেছেন, সীমান্ত সিল করা মানে দেয়াল তোলা নয়। কাঁটাতারের বেড়া এবং প্রযুক্তির প্রয়োগে সীমান্তকে নিশ্ছিদ্র করে তোলা হবে।

কয়েক মাস আগেই আসামে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। আর এ রাজ্যেই বাংলাদেশীদের কথিত অনুপ্রবেশ সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু।

ওই বিষয়ে ইঙ্গিত দিয়ে সোমবার রাজনাথ সিং বলেন, ‘সীমান্ত যে কোনোভাবে সুরক্ষিত রাখতেই হবে। আর সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসামের সঙ্গে বাংলাদেশের যে প্রায় সোয়া দুইশ’ কিলোমিটার সীমান্ত আছে সেটাকে আমরা সম্পূর্ণ সুরক্ষিত করব – আর এক থেকে দেড় বছরের মধ্যে সে কাজ শেষ করা হবে।’

তিনি বলেন, ‘এজন্য যেখানে কাঁটাতারের বেড়া দিতে হবে সেখানে বেড়া দেয়া হবে। আর যেখানে নদী-নালার জন্য বেড়া দেওয়া যাবে না সেখানে অন্য প্রযুক্তি কাজে লাগানো হবে। কিন্তু সীমান্ত পুরো সিল করার সর্বাত্মক চেষ্টা হবে।’



মন্তব্য চালু নেই