বাংলাদেশ ইউনিভার্সিটিতে ইইই ফেস্ট অনুষ্ঠিত

বর্ণাট্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগের (ইইই) ফেস্ট- ২০১৬ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুন ২০১৬) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিলো প্রজেক্ট শো প্রতিযোগীতা, একাডেমিক সেমিনার এবং বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে ইউনিভার্সিটি মিলনায়তনে “সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে কিভাবে গবেষণা কর্ম সম্ভব” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউ’র কোষাধ্যক্ষ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ার এবং টেকনোলজি অনুষদের ডীন এবং বিইউ’র ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন। এর আগে সকালে ছাত্র-ছাত্রীদের গবেষণালব্ধ বিভিন্ন কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানমালা উপভোগ করেন।



মন্তব্য চালু নেই