‘বাংলাদেশ একা নয়, পুরো ভারত পাশে আছে’

জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুরো ভারত বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ একা নয়, আপনি নিজেকে একা ভাববেন না। জঙ্গিবাদ দমনে দুই দেশ একইভাবে চলবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে মোদি এসব কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বক্তব্য তুলে ধরেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও ভিডিও কনফারেন্সে অংশ নেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টের কারণে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান আর সহজ হলো। দুই দেশেই এক্ষেত্রে উপকৃত হবে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের সবসময়ই ভালো বন্ধু। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অপরিসীম। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধনের ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘যেকোনো সমস্যা আমরা দ্বিপাক্ষিকভাবে আলোচনা করে সমাধান করবো। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও আমরা আরও বেশি লাভবান হবো। এই চেক পোস্টের কারণে দুই দেশেরই ব্যবসায়ীক উন্নয়ন হবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চিরদিনের। এ উদ্যোগের ফলে সব কানেকটিভিটির মাধ্যমে আমাদের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। আমি বাংলাদেশকে সর্বদাই ভালোবাসি।এই ভালোবাসা অব্যাহত থাকবে।’



মন্তব্য চালু নেই