বাংলাদেশ, পাকিস্তানের সংখ্যালঘু অনুপ্রবেশকারীরা ভারতে থাকতে পারবে

বাংলাদেশ ও পাকিস্তান থেকে ২০১৪ সাল পর্যন্ত যেসব সংখ্যালঘু ব্যক্তি ধর্মীয় কারণে ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁরা এখন সে দেশে থাকতে পারবেন। তাঁদের আর অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না।

গতকাল সোমবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কেউ বৈধ কাগজপত্র দেখিয়ে ভারতে প্রবেশ করে থাকেন, তাঁদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তাঁরা মনে করলে এ দেশে থেকে যেতে পারবেন। বৈধ কাগজপত্র ছাড়া কেউ এ দেশে প্রবেশ করে থাকলেও তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, আগামী বছর আসাম ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। সবশেষ লোকসভা নির্বাচনের প্রচারে কথিত অনুপ্রবেশকারীদের ব্যাপারে সোচ্চার ছিলেন তিনি।



মন্তব্য চালু নেই