বাংলাদেশ-পাকিস্তান বৈঠক জুনে

বাংলাদেশ-পাকিস্তান সম্পের্কের বরফ গলাতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক করতে যাচ্ছে দুই দেশ। আসছে জুনেই এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। এর আগে নানা রাজনৈতিক কারণে প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে এ বৈঠক।

সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন তথ্যই জানানো হয়।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকটি আসছে জুন মাসে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। এ বিষয়ে দু’দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ বিষয়ে ব্যক্তিগতভাবে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গেও আলাপ হয়েছে।

উভয়ই জুন মাসে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত হয়েছেন। এ বৈঠকের মাধ্যমে দু’দেশের সম্পর্ক সহজ হবে বলে মনে করেন পাকিস্তান। দেশটির সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠকে জিইয়ে থাকা নানা ইস্যুর সমাধান হওয়া সম্ভব।

দু’দেশের মধ্যে যেসব বিষয়ে ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয়েছে আশা করি জুনের বৈঠকে তা দূর করে নতুন সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

এর আগে ২০১০ সালে সর্বশেষ দু’দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। গত ছয় বছর দু’দেশের রাজনৈতিক যোগাযোগও খুব কম ছিল।



মন্তব্য চালু নেই