বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাক করেই রিজার্ভ লুট

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার কম্পিউটার হ্যাক করে ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার রিজার্ভ হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। বৃহস্পতিবার ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ এ তথ্য জানিয়েছেন।

জন গোমেজ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া ৮১ মিলিয়ন ডলার অর্থ কীভাবে ম্যানিলায় গিয়ে পৌঁছেছে; তা জানতে ফিলিপাইনের একটি প্যানেল তদন্ত করছে। তবে হ্যাকাররা বাংলাদেশি কিংবা ফিলিপিনো ছিল না।

রাষ্ট্রদূত বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, তবে এ সাইবার চুরির ক্ষেত্রে বাংলাদেশের কোন কর্মকর্তা জড়িত সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হ্যাকাররা চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাকের চারটি অ্যাকাউন্টে সরিয়ে নেয়। এ নিয়ে ফিলিপাইনের ব্লু রিবন কমিটিতে বৃহস্পতিবারও শুনানি শুরু হয়েছে।



মন্তব্য চালু নেই