বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির (রেজি: নং ৩৮/৮৩) নির্বাচন-২০১৫ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট বিভাগের ৪টি জেলার ৬টি ভোট কেন্দ্রে একযোগে সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা প্রতাপ চন্দ্র সিংহ এবং সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী কমলা বাবু সিংহ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারাস্থ সমিতির কার্যালয়ে বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির নির্বাচন উপ কমিটির প্রধান নির্বাচন কমিশনার মনোরঞ্জন সিংহ জানান, নির্বাচনে মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ১৯১১ ভোটের মধ্যে ১৫৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে- প্রতাপ চন্দ্র সিংহ (শংখ) ৬৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনন্দ মোহন সিংহ (চেয়ার) পেয়েছেন ৪৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে- কমলা বাবু সিংহ (দেয়াল ঘড়ি) ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শ্যাম সিংহ (ঘন্টা) পেয়েছেন ৭৫৭ ভোট। অন্যান্যে পদে বিজয়ীরা হচ্ছেন-সহ সভাপতি পদে- স্বপন কুমার সিংহ, সহ সাধারণ সম্পাদক পদে- নৃপেন্দ্র সিংহ, কোষাধ্যক্ষ পদে- পুলিন চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক পদে- দেবাশীষ সিংহ, ক্রীড়া সম্পাদক পদে- প্রত্যুষ সিংহ, সাংস্কৃতিক সম্পাদক পদে- শরদিন্দু কান্তি সিংহ, দপ্তর ও প্রচার সম্পাদক পদে- সুনীল সিংহ প্রবীন। ইতিমধ্যে লাইব্রেরী সম্পাদক পদে- সুজিত কুমার সিংহ, মহিলা সম্পাদিকা পদে- সুজিতা রানী সিনহা, কার্যকরী সদস্য পদে- নবকুমার সিংহ ও নির্মলেন্দু সিংহ এবং মহিলা কার্যকরী সদস্য পদে- সুনিলা সিনহা বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সারাদেশের মণিপুরী অধিবাসীদের অংশগ্রহনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২টি কেন্দ্র সহ সিলেট সদর ও কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জের ছাতক ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একযোগে দেশের সকল মণিপুরী সম্প্রদায় থেকে গোপন ব্যালেটের মাধ্যমে ৩ বছর মেয়াদী সমিতির কার্যকরী পরিষদ গঠন করেন। নির্বাচন উপলক্ষে দেশের মণিপুরী সম্প্রদায়ের লোকেরা দিনটিকে বেশ আনন্দ উৎসাহের মধ্য দিয়ে অতিবাহিত করেন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণিপুরীরা সবাই মিলিত হন তাদের নিজ নিজ এলাকায়। আর দেশের সবচেয়ে বেশি মণিপুরী অধিবাসী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় হওয়ায় এ উপজেলায় কয়েকদিন ধরেই বিরাজ করে উৎসবমুখর নির্বাচনী আমেজ।



মন্তব্য চালু নেই