বাংলামেইলের সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

অনলাইন সংবাদপত্র বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকসহ নয়জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার।

তথ্য অধিদফতর সোমবার এক আদেশে এ অনলাইন গণমাধ্যমের স্থায়ী ও অস্থায়ী সব অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এর আগে সোমবার দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারওয়ারকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক খবরে জানানো হয়, বাংলামেইল টোয়েন্টিফোর ডটকম নামে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের ‘মিথ্যে মৃত্যুসংবাদ’ প্রচার করা হয়।

জানা গেছে, একটি অখ্যাত পোর্টালে প্রচারিত মিথ্যা সংবাদের বরাত দিয়ে বাংলামেইল রবিবার দুপুরে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে এ সংবাদ প্রচার করে।

এদিকে মিথ্যা খবর ও গুজব ছড়ানোর অভিযোগে রবিবার রাতেই কাকরাইলে বাংলামেইলের অফিস থেকে ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল আলম খান ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে আটক করে র‌্যাব।



মন্তব্য চালু নেই