বাগমারায় আ’লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

ব্যুরো প্রধান, রাজশাহী : রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানা গেছে। এ সংঘর্ষে অন্তত ৩ জন ব্যক্তি মারা গেছেন বলে একটি সূত্র দাবি করেছে। তারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন জাহিদুল ইসলাম ওরফে বুলু (৩৫) এবং সিদ্দিকুর রহমান (৩০)।

এছাড়া এ সংঘর্ষে অন্তত ৩০জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হছে। তারা হলেন, কেন্দো এলাকার সোহরাওয়ার্দীর ছেলে জাহিদ হাসান (৩৫), ছানন্দ এলাকার সাবের আলীর ছেলে মনজাত (৪০), মজিবরের ছেলে উচ্জল (২৫) ও তিমু মন্ডলের ছেলে মসলেম (৩০), মইনুল, ইসহাক, আলম ও আলাউদ্দিন।

অপরদিকে ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানান, আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জান মোহাম্মদের লোকজন বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান শহিদের বাড়িতে হামলা চালায়। এ সময় শহিদের লোকজন মোহাম্মদের লোকজনকে প্রতিহত করতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই