বাঘ যেখানে মানুষের বন্ধু! (ভিডিও)

বাঘের সাথে বন্ধুত্ব করে অনন্য নজীর তৈরী করলো আবদুল্লাহ সোহেল নামের এক ব্যক্তি। বাঘটির নাম মুলান। সে বাঘটির ৩ মাস বয়স থেকে দেখা শোনা করছে। এখন এক বন্ধু আর এক বন্ধুকে ছাড়া একটি দিনও থাকতে পারেনা।

আশ্চর্য হলেও সত্যি ইন্দোনেশিয়ার মালানের ঐ বাঘটির মাংসের চেয়ে বেশি পছন্দের খাবার নুডুলস।

বাঘটির ব্যাপারে জানতে চাইলে আব্দুল্লাহ সোহেল বলেন, আমি খুশি যে আমি বাঘের সাথে বাস করতে পারছি। আমি তার স্বভাব, তার চিন্তা ভাবনা বুঝার চেষ্টা করি। আমি তার সাথে খেলা করি। তবে একবার তার নখের আঘাতে আহত হয়েছিলাম। আমার ভাগ্য ভাল ছিল যে আমার চোখটা বেঁচে গিয়েছিল। সে আমার চোখের নিচে আচঁর কেটেছিল। যদিও এটা একটা দূর্ঘটনা ছিল তবে আমি জানি তা তার ইচ্ছাকৃত ছিল না। ইন্তু তারপরো আমি প্রতিদিন তার সাথে খেলার ঝুঁকি নিই। তাকে সারা দিনই খাওয়াতে হয়। সে যখন থেকে এসেছে আমি সব সময় তার খেয়াল রাখি। আমি তার সাথে রাতেও থাকে। আমার চলে যাওয়াটা সে পছন্দ করেনা।

ভিডিও:



মন্তব্য চালু নেই