‘বাজেট নিয়ে কেউ খুশি নন’

বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নোমান বলেছেন, ২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেট নিয়ে কেউ খুশি না। এ বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে।

রোববার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই উদ্দেশ্য নিয়ে ৫ জানুয়ারী নির্বাচনে অংশগ্রহন করেছিল। যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ না করতো তাহলে দেশের ইতিহাস অন্যরকম ভাবে লেখা হত।

অতিব দু:খের বিষয় আজ জাতীয় পার্টির সংসদ সদস্যরা প্রতিটি কাজে বাঁধাগ্রস্থ হচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। এখনও সময় আছে আপনার তৃণমূল নেতা কর্মীদের মুখে লাগাম দিন।

মোহাম্মদ নোমান বলেন, একবার খোঁজ নিয়ে দেখেন দেশের মানুষ আজ কেমন আছে। দেশ কেমন আছে। মনে হয় দেশ ভাল নেই। আপনার উন্নয়ন কার্যক্রম আপনার দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ডে ম্লান হয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই