বাজেট পেশ শুরু

জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

buget

প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত আছেন।

এর আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ ওই বৈঠক বসে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বাজেট বিলে সই করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার এ বাজেটের দুই-তৃতীয়াংশই রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্য ধার্য করেছেন।



মন্তব্য চালু নেই