বানরের ভয়ে যুবকের মৃত্যু

চাঁদপুর শহরে বানরের ভয়ে একটি ভবনের ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম (২৪) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাত ৭টার দিকে শহরের গুয়াখোলা রোডে এ ঘটনা ঘটে।

সাইফুল চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকার সিরাজ মাঝির ছেলে। তিনি পেশায় একজন দর্জি কারিগর ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল করিম মঞ্জিলের চার তলায় ময়ূর নামের একটি টেইলার্সের কারখানা কাজ করতেন সাইফুল। বিকেলের দিকে কয়েকটি বানর খাবারের সন্ধানে ছাদে উঠে আসে। এ সময় ভয়ে সাইফুল ছাদ থেকে পড়ে যায়। এতে তার মাথা থেঁতলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্ল্যাহ অলি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুরের পুরান বাজার এলাকায় দীর্ঘদিন ধরে প্রচুর বানরের আনাগোনা দেখা যায়। বর্তমান বানরগুলো খাবারের সন্ধানে শহরের বিভিন্ন অলিতে গলিতে ঢুকে পড়ছে। এসব বানরের উপদ্রুপে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী।

সাকিব হোসেন, মুসলিম মিয়াসহ আরো কয়েকজন জানায়, বানরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এসব বানর সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

প্রয়োজনে সরকারি বা বেসরকারি উদ্যোগে শহরে একটি মিনি চিড়িয়াখানা করা যেতে পারে। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিলে বিষয়টি দ্রুত সমাধান হতে পারে বলেও জানান তারা।



মন্তব্য চালু নেই