বান্দরবানের ২৬ ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার

বান্দরবানে তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৬ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠাতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান।

তিনি আরও জানান, এসব এলাকা দুর্গম ও ভাল সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে না উঠায় হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে থানচি উপজেলার ১৮টি এবং রুমা উপজেলায় ৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, তৃতীয় দফায় নির্বাচনে বান্দরবান জেলার ২৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৪, সংরক্ষিত ওয়ার্ডে ২১৬ ও সাধারণ ওয়ার্ডে ৭০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।



মন্তব্য চালু নেই