বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সঙ্গে বিজিবির ডিজি

বান্দরবানের বড় মদকে বিজিবির ওপর মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

ইতোমধ্যে হেলিকপ্টারযোগে বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তারা।

এর আগে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বড় মদকের বলিপাড়ায় বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদিরা। এরপর বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে তাদের সঙ্গে বিজিবির গোলাগুলি চলে। এ সময় গুলিবিদ্ধ হন বিজিবির নায়েক জাকির।

গত রাতে গণমাধ্যমে পাঠানো বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত হওয়ার পর বিওপি ও টহল দলকে সহায়তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিমানবাহিনীর এফ-৭ বিমান থানচির দুর্গম ওই এলাকায় টহল দিয়েছে। সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত অভিযান শুরু করা হয়েছে।

সেনাবাহিনী ও বর্ডার গার্ড বিজিবির চিরুনি অভিযানে আরাকান আর্মি পিছু হটতে শুরু করেছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই