বাবার জন্যই বিজিবিতে জাহানারা, ‘আমি সেরাদের সেরা হয়েছি’

বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাকে দেখেই শৈশব থেকে বাহিনীতে চাকরির স্বপ্ন বুনেছিলেন বিজিবিতে সদ্য নিয়োগ পাওয়া জাহানারা আক্তার। বগুড়ার মেয়ে জাহানারা বিজিবির ৮৮তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শেষ করে ৯৭ নারীর সদস্যদের মধ্যে সেরা হয়েছেন।

রোববার চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবির প্রশিক্ষণ ক্যাম্পে জাহানারার হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুরস্কার গ্রহণ শেষে জাহানারা বলেন, ‘বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ছোটবেলা থেকে তাকে সব কিছু নিয়মের মধ্যে করতে দেখেছি। সেখান থেকেই আমারও বাহিনীতে চাকরির স্বপ্ন জাগে। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। পরিবার বিশেষ করে বাবা, যার অনুপ্রেরণায় আমি বিজিবিতে যোগদান করেছি। আমার এমন অর্জনে বাবা অনেক খুশি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৬ মাসের মৌলিক প্রশিক্ষণে আমি সেরাদের সেরা হয়েছি। আমার বিশ্বাস পরে যারা আসবে তারা আরো ভালো করবে।’

প্রশিক্ষক হিসেবে আসা আনসারবাহিনীর প্রশিক্ষক রূপালী আক্তারও জাহানারার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রশিক্ষণে অনেক সিরিয়াস ছিল জাহানার আক্তার। আর এই কারণেই সে সেরা হয়েছে।’

এদিকে জাহানারার বাবা জাহিদুল ইসলাম বলেন, ‘ওর জন্য আজ আমার সত্যিই গর্ব হচ্ছে। পড়াশুনাতেও জাহানারা যেমন সিরিয়াস ছিল, বাহিনীতে যোগ দেয়ার বিষয়েও তার আগ্রহের কমতি ছিল না।’

উল্লেখ্য, বিজিবি ৮৮ তম ব্যাচে ৯৭ নারীসহ সর্বোমোট ১১ শ ৪৪ জনকে পাসিং আউটের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। -বাংলামেইল



মন্তব্য চালু নেই