বাবার মতোই ক্রিকেটার হবেন মারশাফির ছেলে সাহেল?

মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাণ ভোমরা। যার হাত ধরেই টাইগাররা গড়েছে নতুন নতুন ইতিহাস। জাতীয় দলের কোনো খেলা না থাকলেও চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল)।

এবারের আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলছেন তিনি। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে মিলিয়ে দুইটি ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পায়নি তার দল। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এর বিপক্ষে খেলবেন মাশরাফিরা।

তাই আজ মিরপুর একাডেমি মাঠে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। ঘাম ঝরাতে এসেছিলেন দলের অধিনায়ক মাশরাফিও। সাথে নিয়ে এলেন তার কন্যা হুমায়ারা মর্তুজা ও ছেলে সাহেল মর্তুজাকে।

বাবার সাথে মিরপুর একাডেমি মাঠে ঘুরা-ঘুরি, একটু দৌড়াদুড়ি ইত্যাদিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন সাহেল। পরে জিমনেসিয়ামে জিমও করেছন তিনি।

তাহলে বাবার মতোই ক্রিকেটার হচ্ছেন সাহেল? আমরা কি জাতীয় দলে দেখবো তাকে?



মন্তব্য চালু নেই