বাবা বেকার! খুদে পড়ুয়াকে স্কুলে ভর্তি করে দিলেন স্বয়ং মোদী?

এই খুদে পড়ুয়া বড় হয়ে চিকিৎসক হতে চায়। কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য তার সেই স্বপ্ন শুরুতেই ধাক্কা খেয়েছিল।

বাবার পিএইচডি ডিগ্রি রয়েছে, কিন্তু তিনি বেকার। দাদু রেলের অবসরপ্রাপ্ত টিকিট পরীক্ষক। কিন্তু তিনি এখন ক্যান্সার আক্রান্ত। ফলে তাকে কোনও ভাল স্কুলে ভর্তি করার মতো আর্থিক সংস্থান নেই পরিবারের। বিহারের মুজফ্‌ফরপুরের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্র দিব্যাংশু তাই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চিঠি লিখেছিল। সাদা কাগজের উপরে পেন্সিলে লেখা একটি চিঠিতে সে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল, ‘মাননীয় পিএম স্যার, দয়া করে আমায় মুজফ্‌ফরপুরের মালিঘাটের ডিএভি স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিন। যাতে আমি বড় হয়ে ডাক্তার হতে পারি।’

নিজের খাতা থেকেই একটি পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে তাতে চিঠি লিখেছিল এই স্কুল পড়ুয়া। তার সঙ্গে নিজের বাড়ির ঠিকানা, নাম, বাবার নাম সবই জানিয়েছিল সে। একই সঙ্গে নিজের বাবার মোবাইল নম্বরটিও চিঠির শেষে লিখে দিয়েছিল সে।

একটি সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, চিঠি পাওয়ার পরেই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে হস্তক্ষেপ করা হয়। সিবিএসই বোর্ডের ডেপুটি সেক্রেটারি ডিএভি স্কুলের প্রিন্সিপাল জয়শ্রী অশোকানকে চিঠি লিখে আগামী শিক্ষাবর্ষ থেকে দিব্যাংশুকে স্কুলে ভর্তি করে নেওয়ার জন্য নির্দেশ দেন।

এর পরেই ওই স্কুলটির প্রিন্সিপাল দিব্যাংশুর বাবাকে ফোন করে সমস্ত কাগজপত্র নিয়ে আগামী ৯ নভেম্বর স্কুলে এসে যোগাযোগ করার জন্য বলেন। স্কুলে ভর্তি হতে দিব্যাংশুর যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেছেন স্কুলের প্রিন্সিপাল।-এবেলা



মন্তব্য চালু নেই