বাবা-মা’র কবরের পাশে দাফন হবে নিজামীর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীকে তার নিজ জন্মভুমি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামের গোরস্থানে দাফন করা হবে। এই গোরস্থানে নিজামীর বাবা এবং মা’সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যের কবর রয়েছে।

সোমবার সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্মথপুর গোরস্থান সরেজমিনে পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই পরিদর্শনের বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক সাঁথিয়া পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা কাছে স্বীকার করেন।

একইভাবে নিজামীর এলাকার মানুষও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়ার আগে নিজামী নিজ গ্রামে নিয়মিত আসা-যাওয়া করতেন।

সে সময় তিনি এই বলে ওছিয়ত করে যান যে, তিনি মারা গেলে তাকে যেন মন্মথপুর গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে কবর দেয়া হয়।

পুলিশের সূত্র জানায়, ফাঁসি কার্যকর করার পর নিজামীর কবর কোথায় দেয়া হবে-তা নিশ্চিত করার জন্য নিজামীর ছেলের ওই গ্রামে আগেই আসার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই