বাবুল আক্তার পুলিশে না থাকলে কাদের অনেক লাভ?

444চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের দু’ সোর্সকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ওয়াসিম যে কিনা মোটর সাইকেলে ছিল এবং মিতুকে গুলি করেছে। এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর সবাই বেশ নড়েচড়ে বসেছেন। সবার মনে অনেক অজানা কথা ডানা মেলছে । তবে বাবুলকে যারা চেনেন, তাদের কাছে কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন কয়েকটি প্রশ্ন জেগেছে সাংবাদিক শরিফুল হাসানের।

তার অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন: কয়েকটা প্রশ্ন। আচ্ছা বাবুল আক্তার কী এতোই বোকা যে নিজের সোর্স দিয়ে খুন করতে গেলেন? আর খুন করলে গ্রেপ্তার না করে, বিচার না করে শুধু পুলিশ থেকে চলে যেতে বলা হচ্ছে কেন? খুনী হলে তিনি শাস্তি পাবেন না কেন?

অন্য সব ঘটনায় কোন পুলিশ জড়িত থাকলে পুলিশ লুকানোর চেষ্টা করে, এই ঘটনায় পুলিশ কেন মিডিয়াকে ব্যবহার করে তদন্ত, তথ্য প্রমান, আইন আদালতের আগেই তার সেরা কর্মকর্তাকে দোষী বানাচ্ছে? বাবুল আক্তার পুলিশে না থাকলে কাদের অনেক লাভ?



মন্তব্য চালু নেই