বামফ্রন্টের লালবাজার অভিযানে ব্যাপক লাঠিচার্জ

কলকাতায় বামদের লালবাজার অভিযানে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। বেপরোয়া লাঠিচার্জে মাথা ফেটেছে বেশ কয়েকজন নেতাকর্মীর। গুরুতর আহত হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর প্রবীণ সদস্য দীপক দাশগুপ্তও।

নারী কর্মীদের ওপরও পুলিশ নির্বিচার লাঠিচার্জ করেছে।

বৃহস্পতিবার বিকেলে কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে লালবাজার অভিযান শুরু হয়। তিন শতাধিক নেতাকর্মীর ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার, সভা ও মিছিলের ব্যাপারে সব রাজনৈতিক দলকে সমান সুযোগ প্রদান ও তৃণমূলের সন্ত্রাস বন্ধের দাবিতে বৃহস্পতিবারের এই লালবাজার অভিযান কর্মসূচি দেয় বামেরা।

কলেজ স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার এবং ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েত করে তিনটি মিছিল নিয়ে লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করেন কয়েক হাজার নেতাকর্মী। তিনটি মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং দলের সংসদীয় দলনেতা মহম্মদ সেলিম। পুলিশকে লক্ষ্য করে মিছিল থেকে উড়ে এসেছে পচা ডিম। এ ছাড়া টমেটো ছোড়া হয়। এর পরই পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে।



মন্তব্য চালু নেই