বালিয়াকান্দিতে বিনামুল্যে কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ক্ষুদ্র, প্রান্তিক ও ভুমিহীন কৃষকদের বীজ নিরাপত্বা , উৎপাদন ও সংরক্ষণের লক্ষে সোমবার সকালে ধান গবেষণা ইনষ্টিটিউট( বিরি) উদ্ভাবিত ভিত্তি বীজ বিনামুল্যে বিতরন করা হয়।

পল্লী বন্ধু সংস্থার কার্যালয়ে বীজতলা প্রস্তুত, চারা রোপন, সার প্রয়োগ, বীজ সংরক্ষণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিক ভাবে ধান গবেষণা ইনষ্টিটিউট( বিরি) উদ্ভাবিত ভিত্তি বীজ বিনামুল্যে বিতরন করেন, ফরিদপুরের ভাঙ্গা অফিসের সিনিয়র অফিসার ড. মোহাম্মদ আমির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, পল্লী বন্ধু সংস্থার পরিচালক রুহুল আমিন বুলু, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মনিরুল ইসলাম সিজার, সাধারন সম্পাদক সোহেল রানা, পারভেজ মিয়া , পল্লী বন্ধু সংস্থার কর্মী শহিদুল আলম মিয়া মিলন, উজ্জল হোসেন প্রমুখ। প্রশিক্ষণে ৮০জন কৃষক-কৃষানী অংশ গ্রহন করলেও এসময় ৩০ জন কৃষক-কৃষাণীর মধ্যে ব্রি-৩৩, ব্রি-৬৩, ব্রি-৫৭ এ ধান বীজ বিতরন করা হয়।



মন্তব্য চালু নেই