বালিয়াকান্দিতে ব্যাতিক্রমী আয়োজনে বৃদ্ধদের সম্মেলন অনুষ্ঠিত

রুহুল আমিন বুলু, রাজবাড়ী: “ পিতা-মাতার চরণ ধৌতজল স্বর্গের ফল” এ শ্লোগান নিয়ে প্রতিবছরের ন্যয় এবারও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড় ইউনিয়নের ষাটার্ধো বয়সী বৃদ্ধদের নিয়ে বৃদ্ধ সম্মেলনের আয়োজন করেছেন।

সোমবার বিকাল ৫টায় জঙ্গল ইউনিয়নের আকপোটরা রাসখোলা মন্দির প্রাঙ্গনে কার্তিক চন্দ্র সিংহের সভাপতিত্বে বৃদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, সমাধিনগর আর্য্য সংঘ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বিভুতি ভুষন সিংহ, অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বিকাশ রঞ্জন বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক কুমারেশ চন্দ্র মন্ডল, বিনয় কৃষ্ণ বৈন্নব, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জনৈক কুমার বিশ্বাস, কানাই লাল দাস, আনন্দ মোহন অধিকারী, পারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপচাঁদ ঘোষ প্রমুখ। প্রথমে সমবেত হয়ে একে অপরের পারিবারিক খোঁজখবর নেন। যেন এক বৃদ্ধদের মিলন মেলায় পরিনত হয়।

উদ্যোক্তা নারদ কুমার বাছাড় জানান, এলাকার যুব সমাজের মধ্যে নৈতিক শিক্ষার জন্য তিনি ২০১৪ সালের ১০ জানুয়ারী থেকে প্রতি বছর একদিন এলাকার প্রতিটি গ্রামের ৬০ বছরের উপরে বয়সী বৃদ্ধদের নিয়ে এ ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করে আসছেন। পরে প্রত্যেককে মিষ্টি মুখ করানো হয়।



মন্তব্য চালু নেই