বালিয়াকান্দিতে ব্রীজের উপর বাঁশের ব্রীজ দিয়ে দুর্ভোগের মধ্যে চলাচল

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিইউনিয়নের খোর্দ্দমেগচামীতে ব্রীজের উপর বাঁশের তৈরী ব্রীজ নির্মান করে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর।
বৃহস্পতিবার সরেজমিন খোর্দ্দমেগচামী গ্রামে গিয়ে দেখাযায়, খালের উপর ব্রীজ। ব্রীজটি দীর্ঘদিন পুর্বে ধ্বসে গেছে। এতে সাধারন মানুষের ও যানবাহন চলাচল করতে অসুবিধা হয়। ফলে এলাকার লোকজন ব্রীজের উপর বাঁশ দিয়ে তৈরী করেছে বাঁশের ব্রীজ। শুধু মানুষ ছাড়া গাড়ী পারাপার দুষ্কর।

স্থানীয় এলাকাবাসী জানান, ব্রীজটি দিয়ে খোর্দ্দমেগচামী, পাইককান্দি, ভীমনগর, পুরাবুহ, মেগচামী এলাকার লোকজন পারাপার হয়। বেশ কিছুদিন পুর্বে ব্রীজের উপর দিয়ে একটি বালুর ট্রাক উঠানোর ফলে একপাশ থেকে ধ্বসে যায়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহন না করায় এলাকার লোকজন মিলে বাঁশ দিয়ে ব্রীজের অর্ধেক অংশে ব্রীজ নির্মান করে পারাপার হতে হচ্ছে। তবে ক্ষেতের ফসল তুলে বাড়ীতে আনতে ও বিক্রি করতে হাট-বাজারে নিতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। এলাকাবাসী ব্রীজটি দ্রুত মেরামতের দাবী জানিয়েছেন।



মন্তব্য চালু নেই