বালিয়াকান্দিতে ৪ সুদে কারবারীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের একটি পরিবার সুদে কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় এখন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছে।

জানাগেছে, উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের আতর আলী মন্ডলের ছেলে চাঁদ আলী মন্ডল সুদে টাকা নেয় নারুয়া গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে মাসুদ মন্ডল, আসাদ মন্ডল, শালমারা গ্রামের আব্দুলের ছেলে সাঈদ ও নারুয়া গ্রামের মোহাম্মদ মন্ডলের ছেলে ইলিয়াচ মন্ডলের নিকট থেকে। সুদে টাকা নেওয়ার পর চাঁদ আলী গাঢাকা দেয়। চাঁদ আলী মন্ডলকে না পেয়ে সুদে কারবারীরা তার ভাই আবুল কাশেম মন্ডলের বাড়ীতে গত ১৫ মে ওই সুদে কারবারীরা গিয়ে হুমকি প্রদান করে। এঘটনায় আবুল কাশেম মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করে। থানার এ,এস,আই আতোয়ার রহমান তদন্ত পুর্বক ঘটনার সত্যতা পেয়ে ননএফআইআর মামলা নং-১৮ আদালতে দাখিল করেন।

আবুল কাশেম মন্ডল জানান, ওই সুদে কারবারীরা বিষয়টি জানতে পেরে এখন আবার হুমকি দিচ্ছে। এতে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারছি না।



মন্তব্য চালু নেই