বাল্য বিয়ে দিতে গিয়ে বরের পিতার অর্থদন্ড

বাল্য বিয়ে আয়োজন করার অপরাধে বরের পিতার কাছ থেকে নগদ ১,০০০ /- (এক হাজর) টাকা জরিমানা আদায় ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহীনুজ্জামান । দন্ডপ্রাপ্ত তছিরউদ্দিন শ্যামপুর গ্রামের মৃত হামেজদ্দিনের ছেলে  ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে শ্যামপুর গ্রামের তছিরউদ্দিনের ছেলে মহিদুল  ইসলামের সাথে একই গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মিতা খাতুনের বিয়ে ঠিক হয় । বিকালে বর  ও বরযাত্রী কনের বাড়ীতে হাজির হন । বিয়ে পড়ানোর ঠিক আগ মহুর্তেই ভ্রাম্যমান আদালতের সদস্যরা ঘটনাস্থলে পৌছে এবং বর ও  তার পিতাকে আটক করে। বাল্য বিবাহ আইনের আওতায়  তছিরউদ্দিনের কাছ থেকে নগদ ১,০০০/-  (এক হাজার ) টাকা জরিমানা  আদায় করা হয়।

 

মেহেরপুর সরকারী কলেজে মাষ্টার্স কোর্স চালু
দীর্ঘ প্রতিক্ষার পর মেহেরপুর সরকারী কলেজে মাষ্টার্স কোর্স চালু করা হয়েছে ।এ উপলক্ষ্যে মেহেরপুর সরকারী কলেজ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী দেশ রতœ শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক মনোজ্ঞ আনন্দ মিছিল বের করা হয়। উক্ত মিছিলে অংশগ্রহন করেন কলেজের সকল শিক্ষকমন্ডলী ও  ছাত্রছাত্রীগন। মিছিলটি মেহেরপুর সরকারী কলেজ থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে মেহেরপুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য যে, মেহেরপুর সরকারী কলেজটি স¦াধীনতার পর থেকে অদ্যবধি মাষ্টার্স কোর্স চালু না থাকায় মেহেরপুর এর শিক্ষার্থীদেরকে মেহেরপুর এর বাহিরে যেয়ে শিক্ষা লাভ করতে হতো। এতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা লেখা পড়া থেকে ঝড়ে পড়তো । সেকারণে মেহেরপুর এর জনগন, রাজনীতিবিদ  এবং বিশিষ্ট শিক্ষাবিদরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছেন।



মন্তব্য চালু নেই