বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসারটেক এলাকায় কক্সবাজারমুখি একটি মিনিবাসের সাথে বাঁশখালীমুখি একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো চারজন।

শুক্রবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম (২৫), রুমানা সেন (২৫), তার ছেলে শিশু আপন সেন (৭), কাকন সেন (৮) ও মিল্টন সেন (৩০)।

একই ঘটনায় আহতরা হলেন- কাঞ্চন সেন (৪০), অঞ্জনা সেন (৩৬), রূপা সেন (২৩) ও অনামিকা সেন(২৩)। নিহত ও আহতদের মধ্যে চালক সাইফুল ছাড়া অন্যরা কাঞ্চন সেনের পরিবারের সদস্য। তাদের সবার বাড়ি পটিয়া উপজেলার কেলিশহর এলাকায় সেনাবাড়ী।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘এঘটনায় পটিয়ায় দু’জন মারা গেছে আর চমেক হাসপাতালে তিনজন মারা গেছে। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।’

হাইওয়ে পুলিশ পটিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শফিকুল আজম বলেন, ‘কক্সবাজারমুখি একটি মিনিবাসের সাথে চট্টগ্রাম শহরমুখি একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিল্টন সেন ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত অরো আটজনকে উদ্ধার করে উদ্ধার করে পটিয়া উপজেলা হাসপাতালে মারা যায় শিশু কাকন সেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান চালক সাইফুল, রুমানা সেন ও আপন সেন।’

সার্জেন্ট শফিক আরো বলেন, ‘পটিয়ার কেলিশহর থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চন সেন পরিবার নিয়ে বাঁশখালী যাচ্ছিলেন বলে আমাদের জানিয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে।’



মন্তব্য চালু নেই