বাস ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি, রিকশা ও মটরসাইকেল

মু. তারেকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের ব্যস্ততম এলাকা দেওয়ানহাটে গত শনিবার বাস ধাক্কায় মটর সাইকেল সহ দুমড়ে মুচড়ে যায় সিএনজি ও রিকশা। ওভারব্রিজ থেকে নামার সময় ৬ নং রুট এর একটি বাস সজোরে থেমে থাকা মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে বাইক আরোহী তার বাইক সহ চাপা পড়তে থাকে বাসের নিচে একইসাথে সামনে সি.এন.জি ও রিকশা দুমড়ে মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখনই বাইক আরোহী মারা যাবে নিশ্চিত হল ড্রাইভার, তখনই চলন্ত বাসের পাশের একটি জানালা ভেঙ্গে দৌড়ে পালায় চালক। একে একে ভাংতে থাকে গাড়ি। একসময় থেমে যায় বাসটি।

দুর্ঘটনার পর পরই ট্রাফিকপুলিশ সহ আশেপাশের লোকজনের সহযোগীতায় বাইক চালককে বাসের নিচ থেকে বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যখন লোকটি প্রায় মৃত। বাসটি ৬ নং রুটের যা (চট্টমেট্রো -জ ১১০৩৪৮) রাস্তায় দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি করে। প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। সার্জন জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করি চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারব।



মন্তব্য চালু নেই