ভাড়া কমাতে কলিজা কাঁপছে কেন, বাস মালিকদের মন্ত্রী

গত ১৫ তারিখ দূরপাল্লার বাসের ভাড়া কমানোর কথা থাকলেও এখনো পর্যন্ত ভাড়া না কমানোতে বাসমালিকদের প্রতি ক্ষুব্ধ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মালিকদের ধমকিয়ে তিনি বলেন’ ভাড়া কমাতে আপনাদের কলিজা এত কাপে কেন? আমি আজকে থেকে এটা কার্যকর দেখতে চাই’।

বুধবার দুপুরে রাজধানীর সায়দাবাদ বাসটার্মিনালে কমানো ভাড়া কার্যকর হয়েছে কি না দেখতে এসে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বাস মালিকদের উপর রেগে যান তিনি।

এসময় তিনি (বিআরটিএ) কর্মকর্তাদের বিষয়টি কঠোর নজরদারির নির্দেশ দেন। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলন, ‘তাদের (মালিক) সাথে আলোচনা করেই ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরও এটি না মানা তাদের ঔদ্বত্যপূর্ণ আচরণ। এটি কোন ক্রমেই বর্দাস্ত করা হবে না’।

তিনি মালিকদের উদ্দেশ্য করে বলেন, ‘১০০ কিলোমিটারে ৩ টাকা কমাবেন এতেই আপনাদের কলিজা ফেটে যাচ্ছে! এসব বন্ধ করেন। তেলের দাম কমানো হয়েছে, ভাড়াও কমবে’।

এসময় মন্ত্রীর পরিদর্শনে আশপাশের যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।



মন্তব্য চালু নেই