বাড়ছে শঙ্কা, জাককানইবি তে শিক্ষকদের আন্দোলন অব্যাহত

সারাদেশে অষ্টম জাতীয় বেতন স্কেল কাঠামোতে শিক্ষকদের মর্যাদাহানি করার প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে পূর্ণদিবস লাগাতার কর্মবিরতি। এরই অংশ হিসেবে আজ ০৯ সেপ্টেম্বর ২০১৫ইং তারিখ বুধবার পূর্ণ-দিবস কর্মবিরতি পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ।

জানা যায়, শিক্ষামন্ত্রী ও অর্থ মন্ত্রী শিক্ষকদের হেয় প্রতিপন্ন করে সাংবাদিকদের দেওয়া সমালোচিত বক্তব্যে শিক্ষকরা আজ কাল ব্যাচ ধারন করে দিনব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এদিকে, শিক্ষক সমিতির লাগাতার কর্মবিরতি চলতে থাকায় শিক্ষর্থীদের মাঝে সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে। এমবিএ’র শিক্ষার্থী আরমান হোসেন বলেন, আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা সবে মাত্র শুরু হয়েছে, এভাবে কর্মবিরতি চলতে থাকলে আমাদের পরীক্ষা কবে শেষ হবে বলতে পারছিনা।

শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, নতুন বেতনকাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন, বেতন বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের পদ মর্যাদা বৃদ্ধিকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধাবৃদ্ধি করতে সরকারের প্রতি উদ্ধাত্ব আহবান জানান।

সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের ২য় বর্ষের আরেক শিক্ষার্থী তাসমিম বলেন, আমরা চরম হতাশার মধ্যে আছি শেসনজট নিয়ে। তাই, শিক্ষকদের দাবি দ্রুত মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি ।

শিক্ষক সমিতির সাধারন সম্পাদক তপন কুমার সরকার বলেন, আগামী রবিবার ও কর্মবিরতি অব্যাহত থাকবে ।



মন্তব্য চালু নেই