বাড়তি ভাড়া আদায় : বিআরটিসি কাউন্টারকে জরিমানা

ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে খুলনা মহানগরীর রয়েল মোড়স্থ বিআরটিসি ও টুঙ্গিপাড়া বাস কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো. মশিউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাধারণ যাত্রীদের অভিযোগের ভিত্তিতে খুলনা রয়েল মোড় এলাকার বিআরটিসি কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউন্টারের ম্যানেজার খুলনা থেকে চট্টগ্রামের একটি টিকিট ১ হাজার টাকার স্থলে ১ হাজার ৬৭০টাকা বিক্রি করেছেন বলে প্রমাণ মেলে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বিআরটিসি কাউন্টারের ম্যানেজার মো. আসাদুজ্জামান আসাদকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। জরিমানাকৃত টাকা পরিশোধ করায় তাকে মুক্ত করা হয়। অপরদিকে একই অপরাধে জড়ানোর চেষ্টায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের ম্যানেজার মোস্তাফিজুর রহমান মন্টুকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।



মন্তব্য চালু নেই