বায়ুদূষণে বছরে ৫৫ লাখ মানুষের মৃত্যু

বিশ্বে বায়ুদূষণের কারণে প্রতিবছর ৫৫ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু হয়। অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটছে চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল বারডেন অব ডিজেজ প্রজেক্ট’ পরিচালিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে অপুষ্টি, স্থূলতা, মদ্যপান, মাদক দ্রব্য গ্রহণ ও অনিরাপদ যৌন সম্পর্কের চাইতেও বায়ুদূষণে মুত্যুর হার বেশি। এসব মৃত্যুর বেশিরভাগই হয়ে থাকে চীন ও ভারতের মত উঠতি অর্থনীতির দেশগুলোতে।

বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে কল কারখানা, পাওয়ার প্ল্যান্ট, যানবাহন থেকে নিষ্কাশিত ধোঁয়া এবং কয়লা ও কাঠ পোড়ানোকে চিহ্নিত করা হয়েছে। কতোটা দ্রুত সময়ের মধ্যে বেশ কয়েকটি দেশকে তাদের নাগরিকদের বিশুদ্ধ বাতাস গ্রহণের ব্যবস্থার জন্য উদ্যোগ নিতে হবে তার একটি পরিসংখ্যান দেখিয়েছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের বোস্টনের হেলথ ইফেক্টস ইনিস্টিটিউটের ড্যান গ্রিনবাউম বলেন, ‘বেইজিং অথবা দিল্লিতে বাতাসে সূক্ষ্মকণার পরিমাণ প্রতি ঘনমিটারে ৩০০ মাইক্রোগ্রাম। অথচ এর পরিমান ২৫ থেকে ৩৫ গ্রাম হওয়া উচিৎ।’



মন্তব্য চালু নেই