বিএনপিকে ভোট দিয়েই চেয়ারপারসন বানাতে হবে

সাবেক ও বর্তমান শীর্ষস্থানীয় নেতাদের ভোটের মাধ্যমেই দলের চেয়ারপারসন ও মহাসচিব নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন আসল বিএনপির মুখপাত্র কামরুল হাসান নাসিম।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আসল বিএনপি আয়োজিত ‘দলীয় বিপ্লব’ সভায় তিনি এ আহ্বান জানান।

‘বিএনপির পুনর্গঠন ও দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা আপোষহীন’ শীর্ষক ‘দলীয় বিপ্লব’ সভায় কামরুল হাসান নাসিম বলেন, ‘দলের গণতন্ত্রের ক্ষেত্রে আমরা আপোষহীন। তাই এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া ভোটের মাধ্যমেই হতে হবে এবং দলের চেয়ারপারসনও ভোটের মাধ্যমে নির্ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘দলের পুনর্গঠনের কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা বেগম খালেদা জিয়াকে ১৫ অক্টোবের মধ্যে দেশে ফেরার জন্য আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এ সময়ের মধ্যে তিনি দেশে আসেননি। তাই আমরা বাধ্য হয়ে পরবর্তি কর্মসূচি ঘোষণা করছে।’

কর্মসূচি প্রসঙ্গে নাসিম বলেন, ‘দলের কৌশলগত কারণে আমরা কর্মসূচি গোপন রাখছি। তবে যেকোনো সময়, যেকোনো দিন দলীয় বিপ্লবের ডাক দেয়া হবে।’

এসময় কামরুল হাসান নাসিমের নেতৃত্বে দলে গণতন্ত্র ফিরে আনতে আসল বিএনপির নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে চোখে কালো কাপড় বেঁধে ১ মিনিট ১৭ সেকেন্ড মৌনমিছিল করেন।



মন্তব্য চালু নেই