বিএনপিপন্থি ডিইউজের নির্বাহী কমিটির বর্ধিত সভা

বিএনপিপন্থি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু। শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সভা পরিচালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল।

বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক গোলাম মহিউদ্দিন খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজের জ্যেষ্ঠ সদস্য কাইয়ুম খান মিলন, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জ্যাব) ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দ মেসবাহ উদ্দিন আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, ডিইউজের সহ-সভাপতি আলিমুজ্জামান হারুন, বদিউজ্জামান, সিনিয়র সাংবাদিক ফজলুল হক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফেরদৌস, কোষাধ্যক্ষ গালীব হাসান, সাংগঠনিক সম্পাদক শওকত রেজা, জনকল্যাণ সম্পাদক বাসেদ মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম হাওলাদার বাচ্চু, এম এ হালিম, দপ্তর সম্পাদক শাজাহান সাজু, প্রচার সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, তোফায়েল হোসেন, গোলাম কিবরিয়া, খন্দকার আলমগীর, আলমগীর শিকদার, সালাহউদ্দিন রাজ্জাক, শামীম হাওলাদার, খন্দকার হাসান মাহমুদ, মাসুদুর রহমান মাসুদ।

সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যরা স্ব স্ব ইউনিটের সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ডেলিগেট নির্বাচনসহ বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণা ও বৈশাখী ভাতা প্রদান, সকল সংবাদপত্র ও সংবাদমাধ্যমে অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন, বন্ধ গণমাধ্যমগুলো খুলে দেয়ার জোর দাবি জানানো হয়।



মন্তব্য চালু নেই