বিএনপির কর্মসূচি দিয়ে কোনো লাভ নেই

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদে বলেছেন, ৫ জানুয়ারি নিয়ে বিএনপির কর্মসূচি দিয়ে কোনো লাভ নেই। কারণ তারা এর আগে ৯৩ দিনের লাগাতার কর্মসূচি দিয়েও কিছু করতে পারেনি। এখনো তারা কিছু করতে পারবে না।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মেট্রোপলিটন চেম্বার এণ্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, এখনো বিএনপির অবরোধ কর্মসূচি অব্যাহত আছে। তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করেননি। সব কিছুই করেও তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারেনি। দেশ বিষ্ময়করভাবে এগিয়ে যাচ্ছে।

তোফায়েল বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী এমপিরদের অবৈধ বলছে। কিন্তু এই এমপিরা তো বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্য হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন।

মন্ত্রী বলেন, ২০১৫ সাল ভালো কেটেছে। দেশ অনেক এগিয়ে গেছে। এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ উদ্বোধন করা হয়েছে। ২০১৬ সাল আরও ভাল যাবে বলে মনে করেন তিনি।



মন্তব্য চালু নেই