বিএনপির কাউন্সিলের সফলতা চান হাছান মাহমুদ

বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আজকের (শনিবার) সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়া ও তার দলের নেতাকর্মীরা পেট্রোল বোমা, খুন-হত্যা ও জঙ্গিবাদের রাজনীতি থেকে বের হয়ে আসবে বলে জাতি আশা করে’।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে কাউকে ছোট করে, রাজনৈতিকভাবে হেয় করে দেখা সন্ত্রাস নির্মূলের পথে অন্তরায়।’

অন্যদিকে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সেমিনারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেছেন, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে হলে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ধর্মের নামে যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চায়, শুধু তারাই নয়, তাদের পৃষ্ঠপোষকেরাও শিয়া-সুন্নি ও হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন করতে চায়। তারা চায়, এদের মধ্যে সংঘাত তৈরি হোক।’

সেমিনারে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারবিরোধী আন্দোলনসহ যুদ্ধাপরাধীদের বিচার নস্যাৎ করতে সারাদেশে যে হত্যাযজ্ঞ ও নাশকতা চালায়, তার ওপর ভিত্তি করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন অর রশিদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির প্রমুখ।



মন্তব্য চালু নেই