বিএনপির জাতীয় ঐক্যমতের আহ্বান ষড়যন্ত্রমূলক : হানিফ

গুপ্তহত্যা বন্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জাতীয় ঐক্যর কথা বলছেন তা ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সাথে খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি যখনই সন্ত্রাস করে তখনই তারা এ ধরণের আহ্বান জানায়। ২০১৫ সালেও যখন দলটি পেট্রল বোমা হামলা চালিয়ে নির্বিচারে মানুষ মেরেছিল তখন তারা এটা বন্ধে ঐক্যের আহ্বান জানিয়েছিল। এখন আবার বিএনপি জাতীয় ঐক্যের কথা বলায় বোঝা যায় গুপ্ত হত্যায় আসলে তারাই জড়িত।

হানিফ বলেন, গতবছর বিএনপি জামায়াত দেশব্যাপী আগুন সন্ত্রাস করেছিল তখন সারাদেশের মানুষের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তখন এই অবস্থার দ্রুত সমাধানের সমাজের নানাস্তরের মানুষ সরকারের উপর চাপ সৃষ্টি করেছিল। তখন প্রধানমন্ত্রী ঠান্ডা মাথায় ধৈর্য্য সহকারের এ সন্ত্রাস মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন, বাসদের রেজাউর রশিদ খান প্রমুখ।



মন্তব্য চালু নেই